বিনোদন ডেস্ক: চলে গেলেন বর্ষীয়ান বলিউড -প্রযোজক রাজকুমার কোহলি। ২৩ নভেম্বর বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ৯৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেনন তিনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার গোসলের সময় হৃদরোগে আক্রান্ত হন রাজকুমার। বাথরুমেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর নিশ্চিত করেছে তার ছেলে আরমান কোহলি। এসময় চিকিৎসককে বাসায় ডাকা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
রাজকুমার কোহলি ১৯৬৩ সাল থেকে বলিউডে যাত্রা শুরু করেন। ‘সপনি’ ছবির মাধ্যমে তার বলিউডে ডেব্যু হয়। প্রেম চোপড়া অভিনিত প্রথম ছবিতেই নির্মাতা হিসেবে তিনি সমালোচকদের নজর কেড়েছিলেন। এরপর উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা।
রাজকুমার কোহলি প্রযোজিত বদলে কি আগ, নৌকর বিবি কা, রাজ তিলকের মতো ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিলো। তিনি সর্বশেষ পরিচালনা করেছিলেন জানি দুশমন: এক আনোখি কাহানি। সর্বশেষ ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, অক্ষয় কুমার, সুনীল শেঠির মতো বলিউড মেগাস্টাররা। ২৪ নভেম্বর শুক্রবার মুম্বাইতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available