তানভীর হোসাইন: দরবারে কামেলিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারী বলেছেন, ইসলাম কর্মক্ষেত্র, সম্পত্তি ও শিক্ষা অর্জনে নারীদের অধিকার যথাযথভাবে নিশ্চিত করে তাদেরকে সম্মানিত করেছে। তাই ইসলামের স্বর্ণালী যুগে নারীরা সন্তান ও পরিবারের দায়িত্ব পালন করার সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত ছিলো।
৩০ নভেম্বর শনিবার ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ (SZHM Trust) নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় ‘ইসলামী দৃষ্টিকোণ হতে কর্মক্ষেত্র, সম্পত্তি ও শিক্ষায় নারীর অধিকার’ শীর্ষক আলোচনায় নগরীর ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
‘আলোর পথে’র সিনিয়র সদস্য তাসমিয়া তাবাসসুমের তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন নুসরাত জাহান খানম ও সুহিন আকতার।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (দ.) পরিবেশন করেন নিপা মনি, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত এবং তথ্যকণিকা উপস্থাপন করেন রাজিয়া সুলতানা পপি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available