সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) অবকাঠামোগত উন্নয়নের জন্য ১৪শ কোটি ৫৯ লক্ষ টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, মেয়র হিসাবে যাত্রার শুরুতেই এমন বড় প্রকল্প অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় মেয়র সিলেট নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। এখন আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরুর সময়। তবে আপনাদের আন্তরিক সহযোগীতা ছাড়া তা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর সিলেটের ব্যাপারে সবসময় আন্তরিক। আপনাদের সহযোগিতায় অবশ্যই সিলেটকে আমরা একটি আধুনিক বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে সক্ষম হবো।
সংবাদ সম্মেলনে সিসিকের কাউন্সিলরবৃন্দ ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available