• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৪:৩৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৪:৩৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

ফের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

২৩ জানুয়ারী ২০২৩ দুপুর ১২:১৩:০২

ফের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক দিন ধরে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসছে রাজধানী ঢাকা।

সেই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করে বাংলাদেশের রাজধানী। এসময় একিউআই স্কোর হয় ২৮৯।

এর আগের দুইদিনও একই রকম পরিস্থিতি দেখা যায়। তবে এই তালিকা মাঝে মধ্যেই ওঠানামা করছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ঢাকার পরে রয়েছে ভারতের দিল্লি ও মোম্বাই। দিল্লির স্কোর ২৭০ ও মোম্বাইয়ের ১৮৬। এর পরে ১৭৬ স্কোর নিয়ে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশবেক। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে চীনের দুই শহর উহান ও চংগিং। তাদের স্কোর যথাক্রমে ১৭৫ ও ১৭৩।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ