সিলেট প্রতিনিধি: সিলেট নগরের আম্বরখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণ ও মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
৫ জানুয়ারি শুক্রবার বিকাল ২টার দিকে আম্বরখানা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপির সাবেক শিক্ষা সম্পাদক আলী হায়দার মঞ্জু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর ও বিএনপি কর্মী মো. জেবুল মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।
জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর নগরীর আম্বরখানা পয়েন্টে খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে লিফলেট বিতরণ করে বিএনপি নেতৃবৃন্দ। এ সময় সেখানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় পুলিশ তাদের বাধা দেয় ও পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক কার হয়েছে। আটকদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর দরগাহ গেইট থেকে শুরু হয়ে চৌহাট্টা গিয়ে শেষ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available