• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৭:৫৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৭:৫৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

দাওয়াত খেয়ে ফেরা হলো না দাদি-নাতনির

১৬ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:১৩:৩৮

দাওয়াত খেয়ে ফেরা হলো না দাদি-নাতনির

নিজস্ব প্রতিবেদক : বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে রাজধানীর তুরাগে মেট্রো স্টেশনের পাশের রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় দাদি ও কোলে থাকা ৬ মাসের নাতনি নিহত হয়েছেন। ১৫ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ  দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আরাফাত হোসেনকে (২২) আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মোটরসাইকেল।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

নিহতরা হলেন- মাজেদা বেগম (৪৫) ও রাফিয়া (৬ মাস)। তাদের বাসা তুরাগের ষোলহাটি এলাকায়।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, মেট্রোরেলের ২নং স্টেশনের নিচের রাস্তায় মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাজেদা বেগম মারা যায়। শিশু রাফিয়াকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাজেদা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরাফাত নামে ওই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোলায় ডাকাত বাহিনীর প্রধান গ্রেফতার
২ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৯:৪৯








কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫