কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরজুড়ে এখন ভোট উৎসবের আমেজ। পোস্টারে ছেয়ে গেছে নগরীর ২৭টি ওয়ার্ড। দিনভর চলে প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা। নগরের অলি-গলি, পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তারা সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে করছেন মিছিল, ওঠান বৈঠক আর ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন।
২৮ ফেব্রুয়ারি বুধবার নগরীর শাসনগাছা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। নগরীর কোটবাড়ি ও চাঙ্গিনী এলাকায় ভোটার দ্বারে দ্বারে প্রচারণা চালান বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা। এদিকে নগরীর চকবাজার, ছাতিপট্টি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে একটি ভোট চান হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম। একই সময়ে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর ৬নং ওয়ার্ডের চকবাজার, বাসটার্মিনাল এলাকায় নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ গণসংযোগ করেন। ভোটারদের মন জয় করতে প্রত্যেকেই দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
কুমিল্লা সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক না থাকায় বিএনপির বহিষ্কৃত সাবেক দুবারের মেয়র সাক্কু ও কায়সার, মহানগর আওয়ামী লীগের সূচনা ও তানিমসহ ৪ জন প্রার্থী লড়ছেন ভোটের মাঠে।
আগামী ৯ মার্চ ১০৫টি ভোটকেন্দ্রে ইভিএমে কুমিল্লা সিটিকর্পোরেশন মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available