কুমিল্লা প্রতিনিধি: প্রথম নারী মেয়র পেল কুমিল্লা সিটি করপোরেশন। সাবেক দু’বারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও এ আসনের সংসদ সদস্য হাজী আকম বাহারের মেয়ে তাহসীন বাহার সূচনা।
নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ১০৫ কেন্দ্রের ফলাফলে বাস প্রতীকে তাহসীন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) প্রতীকে ২৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন। নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ১৩ হাজার ১৫৫ ভোট ও নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি) পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটকেন্দ্র ১০৫টি।
এই সিটি করপোরেশন এবারও ভোট গ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available