মো. মোরশেদ আলম, (গাজীপুর) প্রতিনিধি: চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শো-রুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
৭ মার্চ শুক্রবার ভোর ৫টার দিকে গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্বপাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সনিরাজ কার প্যালেস নামে গাড়ির শো-রুমে এ হামলার ঘটনা ঘটে।
সৌদি আরব থেকে রকিব সরকার সাংবাদিকদের বলেন, ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে একদল লোক গাড়ির শো-রুমে হামলা ও ব্যাপক ভাঙচুর করেছে। গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালার কাঁচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে এবং শো-রুমের সাইনবোর্ড খুলে নিয়েছে।
দুর্বৃত্তরা অফিস কক্ষ তছনছ করে টাকা-পয়সাও লুট করে নিয়ে যায় অভিযোগ করে রকিব সরকার আরও বলেন, পরে আমার লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে তারা পালিয়ে যায়।
রকিব সরকার স্ত্রী মাহিয়া মাহিকে নিয়ে ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। ১৮ মার্চ শনিবার তিনি দেশে ফিরবেন।
বাসন থানা থানার ওসি সানোয়ার জাহান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জমি-জমা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available