নিউজ ডেস্ক: যাত্রীদের চাহিদা বিবেচনা করে মেট্রোরেল চলাচলের সময় ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। ৫ এপ্রিল বুধবার সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।
রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওগামী ৯টি স্টেশনে দুপুর ২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে সরকার এ প্রকল্প হাতে নেয়। এমআরটি লাইন-৬ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
২০২২ সালের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে।
এ ছাড়া মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available