নিজস্ব প্রতিবেদক: মাসে ৮ লাখ টাকা বেতনে নিজের মেয়ে বুশরা আফরিনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চিফ হিট অফিসার পদে নিয়োগ করেন সাবেক মেয়র আতিকুল ইসলাম।
নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয় অত্যান্ত সন্তর্পণে, বিনা বিজ্ঞপ্তিতে। ২০২৩ সালের ৩ মে থেকে বুশরা এই পদে থেকে নিয়মিত বেতন-ভাতা নিয়ে আসছেন।
এশিয়ার কোনো শহরের তিনিই প্রথম চিফ হিট অফিসার হিসাবে নিয়োগ প্রাপ্ত হন।
সদ্য গ্রেফতারকৃত মেয়র আতিকুলের অন্যান্য দুর্নীতির মধ্যে অন্যতম স্বজনপ্রীতি বলে অভিযোগ তুলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী।
তিনি বলেন, বিনা বিজ্ঞপ্তিতে সাবেক মেয়র আতিক তার মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার পদে নিয়োগ দেন। বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনকভাবে বুশরাকে মাসে আট লাখ টাকা করে বেতন দেওয়া হয়েছে। কয়েকটি গাড়ি থেকে রাস্তায় পানি ছিটিয়েই তিনি নাকি হিট প্রশমিত করে দিয়েছেন।
এছাড়াও মেয়র আতিক নিজ আত্মীয়-স্বজনদের সিটি করপোরেশনে বড় বড় পদে বসিয়ে, তাদের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করেছেন বলে দাবি এই আইনজীবীর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available