নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর মঙ্গলবার চান্দনা চৌরাস্তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান মহোদয়ের সভাপতিত্বে গাজীপুর মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিক বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে যানজট নিরসনের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জিএমপির উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) , উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর), পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, সাধারণ ছাত্রছাত্রীসহ চৌরাস্তাকেন্দ্রিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available