হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মূল শহরের বিবি রোডে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার পাশে পড়ে আছে ড্রেনের বর্জ্য ময়লা। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ড্রেনের স্লাব খুলে ফেলে রাখা হয়েছে। ফলে জমে থাকা ময়লায় এবং খোলা ড্রেনে পড়ে আহত হয়েছেন নারী ও শিশুসহ ১০-১২ জন্য পথচারী।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরোশনের পরিচ্ছন্ন কর্মীরা ড্রেনের বর্জ্য-ময়লা রাস্তায় ফেলে ড্রেনের স্লাব খোলা রেখে চেলে গেছে। এ নিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছে নগরবাসী। ১৭ মে বুধবার বিকেল পর্যন্ত নগরীর চাষাঢ়া থেকে ২নং রেল গেট পর্যন্ত সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতির সহ-সভাপতি হাছান ইমাম। তিনি বলেন, ১৩ মে থেকে ড্রেনের বর্জ্য ও ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে আছে। শহরের মূল সড়কের একপাশে ২ থেকে ৩ ফুট উচ্চতার ময়লার স্তুপে চলাচলে বেগ পোহাতে হচ্ছে পথচারিদের। মূল ড্রেনের স্লাবগুলো খুলে রেখে গেছে পরিচ্ছন্ন কর্মীরা। ফলে ফুটপাতে হেঁটে চলা পথচারীরী বিভিন্ন সময় খোলা ড্রেনে পরে দুর্ঘটনা শিকার হচ্ছেন। ১৬ মে মঙ্গলবার রাতে বৃষ্টিতে ডুবে যায় শহরের বেশিরভাগ রাস্তা। এসময় পানির নিচে জমে থাকা ময়লায় অনেক পথচারীই হাঁটু পর্যন্ত ভিজে যায়। এটির ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
১৭ মে বুধবার দুপুরে এ ঘটনায় ফোন করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরোশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহিদুল ইসলামের মুঠোফোনে। তিনি জানান, এমন কোন তথ্য আমার কাছে নেই। বিষয়টি আমি মাত্রই শুনলাম । খোঁজ-খবর নিয়ে পরবর্তি ব্যবস্থা নেবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available