সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র কেন ও জমা দেয়ার আর মাত্র একদিন বাকি আছে। ইতোমধ্যেই মেয়র ও কাউন্সিলর পদে ৪৬৬ সংগ্রহ করেছেন মনোনয়নপত্র আর দাখিল করেছেন ২৭৫ জন।
২২ মে সোমবার বিকাল ৪টা পর্যন্ত মেয়র পদে ১১, সাধারণ ওয়ার্ডে (পুরুষ) ৩৬২ ও সংরক্ষিত (নারী) ওয়ার্ডে ৯৩ জন কিনেছেন মনোনয়ন। অপরদিকে মেয়র পদে ৩, সাধারণ ওয়ার্ডে (পুরুষ) ২০৩ ও সংরক্ষিত (নারী) ওয়ার্ডে ৬৯ জন মনোনয়পত্র দাখিল করেছেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, এ পর্যন্ত মেয়র পদে মনোনয়ন কেনা ১১ জনের মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি)। আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা কিনেছেন মনোনয়ন।
এর মধ্যে মনোনয়পত্র জমা দিয়েছে সামছুন বুর তালুকদার (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র) ও মোঃ নজরুল ইসলাম (জাতীয় পার্টি)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available