নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয়, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রের আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। সবার সমন্বিত চেষ্টায় আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব।
২৪ মে বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ বরকত স্টেডিয়ামে সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ব্রিফিং অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএমপি কমিশনার বলেন, আমাদের মূল উদ্দেশ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবরকমের সহায়তা করা। ভোটাররা আসবে, সুষ্ঠু-সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাবে। গাজীপুরসহ সারা বিশ্বের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে । আমরা দেখিয়ে দিতে চাই আমরাও একটি ভালো ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারি।
এ ক্ষেত্রে কোনো রকমের চ্যালেঞ্জ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বুধবার পর্যন্ত সবকিছু সুন্দরভাবে চলে আসছে। ২৪ মে বৃহস্পতিবার নির্বাচনের দিন আপানারা যাতে সুন্দরভাবে দেশবাসীকে খবর জানাতে পারেন সে বিষয়টি আমরা নিশ্চিত করব। সিটি নির্বাচনে ৪৮০ টি কেন্দ্রের মধ্যে ৩৫১ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। সুতরাং ওই ৩৫১ টি কেন্দ্রের নিরাপত্তায় আমরা আলাদাভাবে গুরুত্ব দেবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available