সিলেট প্রতিনিধি: সিলেটে গত কয়েকদিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ২৪ ঘন্টায় আরও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, ইতোমধ্যেই নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বন্যার আশঙ্কাও করছেন অনেকে। তবে এসব উপেক্ষা করেই চলেছে সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণা।
১৯ জুন সোমবার শেষ হচ্ছে প্রচারণার সময়সীমা। তাই সিটি কর্পোরেশনের প্রতিটি পাড়া-মহল্লা, ব্যবসা-প্রতিষ্ঠান, বস্তি চষে ফেলছেন প্রার্থীরা। ১৮ জুন রোববার সকাল থেকেই প্রার্থীদের পক্ষে মিছিল, শ্লোগান ও মাইকিং ছিল অন্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি। সিসিক নির্বাচনে ভোটের মাঠের প্রচারে প্রায় অনুপস্থিত ৫ প্রার্থী। তবে মেয়র প্রার্থীদের মধ্যে প্রচারণা ও গণসংযোগে অধিক ঘাম ঝরাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
সরেজমিনে দেখা যায়, নগরীর সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। সড়ক, পাড়া, মহল্লায় প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের ঘরে ঘরে। এছাড়াও চলছে মাইক বাজিয়ে প্রচারণা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন অনেক প্রার্থী।
এ দিন দুপুর দুটার নগরীর শিবগঞ্জ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি গ্রিন, ক্লিন, স্মার্ট, সিলেট গড়ার অঙ্গীকার করে নৌকার পক্ষে ভোট চান।
অপরদিকে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলও সরকারের নানা সমালোচনা ও সিলেটের নানা সমস্যা-সম্ভাবনার কথা বলে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেছেন।
এর আগে ১৭ জুন শনিবার ভোটের দিন সহিংসতার আশঙ্কা করে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগপত্রে নজরুল ইসলাম প্রতিপক্ষের বিষয়টি উল্লেখ করলেও কোনো মেয়র পদপ্রার্থীর নাম সরাসরি জানাননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available