• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:০৩:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:০৩:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

রাসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

২২ জুন ২০২৩ দুপুর ১২:০৩:০৮

রাসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে তৃতীয়বারের মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

২১ জুন বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। একইসঙ্গে ৩০টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের নামও ঘোষণা করা হয়।

এদের মধ্যে ২৩ জন কাউন্সিলর পুনরায় নির্বাচিত হয়েছেন। সাত জন নতুন কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে পাঁচ জন কাউন্সিলর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত। নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন যরা- ১ নং ওয়ার্ডে রজব আলী, ২ নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩ নং কামাল হোসেন, ৪ নং আশরাফুল ইসলাম বাবু, ৫ নং কামরুজ্জামান কামরুল, ৬ নং নুরুজ্জামান টুকু, ৭ নং মতিউর রহমান মতি, ৮ নং জানে আলম খান জনি, ৯ নং রাসেল জামান, ১০ নং আব্বাস আলী সরদার, ১১ নং আবু বক্কর কিনু, ১২ নং শরিফুল ইসলাম বাবু, ১৩ নং মো. আব্দুল মমিন, ১৪ নং আনোয়ার হোসেন আনার, ১৫ নং আব্দুল সোবহান লিটন, ১৬ নং বেল্লাল আহমেদ, ১৭ নং আলহাজ্ব শাহাদত আলী সাহু, ১৮ নং মো. শহিদুল ইসলাম পচা, ১৯ নং তহিদুল হক সুমন, ২০ নং মো. রবিউল ইসলাম, ২১ নং মো. নিজাম উল আযীম, ২২ নং আব্দুল হামিদ সরকার, ২৩ নং মাহতাব হোসেন চৌধুরী, ২৪ নং আরমান আলী, ২৫ নং আলি আল মাহমুদ লুকেন, ২৬ নং আখতারুজ্জামান কোয়েল, ২৭ নং মনিরুজ্জামান মনি, ২৮ নং আশরাফুল হোসেন বাচ্চু, ২৯ নং জাহের হোসেন সুজা এবং ৩০ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মো. আলাউদ্দিন।

বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত পাঁচ  কাউন্সিলর হলেন- ১১ নং আবু বক্কর কিনু, ১৫ নং আব্দুল সোবহান লিটন, ১৬ নং বেল্লাল আহমেদ, ২৫ নং আলি আল মাহমুদ লুকেন এবং ২৮ নং ওয়ার্ডের আশরাফুল হোসেন বাচ্চু।

সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর নির্বাচিত হলেন যারা- ১ নং ওয়ার্ডে তাহেরা খাতুন (চশমা), ২ নং ওয়ার্ডে আয়েশা খাতুন (গ্লাস), ৩ নং ওয়ার্ডে মুসলিমা বেগম বেলী (আনারস), ৪ নং ওয়ার্ডে শিরিন আরা খাতুন (চশমা), ৫ নং ওয়ার্ডে সামসুন নাহার (চশমা), ৬ নং ওয়ার্ডে মাজেদা বেগম (হেলিকপ্টার), ৭ নং ওয়ার্ডে উম্মে সালমা (মোবাইল ফোন), ৮ নং ওয়ার্ডে নাদিরা বেগম (জিপগাড়ি), ৯ নং ওয়ার্ডে লাইলী বেগম (হেলিকপ্টার) এবং ১০ নং ওয়ার্ডে সুলতানা রাজিয়া (চশমা)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩