সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনকে (সিসিক) তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা চান সদ্য নির্বাচিত নগর পিতা আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, আমি আমাদের এই আধ্যাত্মিক পূণ্যভূমিকে একটি স্মার্ট ক্লিন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ কাজে আমি আমার নেতৃবৃন্দসহ সকলের আন্তরিক সহযোগীতা চাই।
২১ জুন বুধবার রাত ৯টার দিকে নির্বাচনে জয় লাভের পর সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান বলেন, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতা নয়, সেবক হিসাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমিও তা হতে চেয়েছি এবং আপনাদের কাছে এসেছি।
তিনি আরও বলেন, সিলেটবাসী আমাকে যে ভালোবাসা জানিয়েছেন, আপন করে গ্রহণ করেছেন, সেই ঋণ জীবনে শোধ হওয়ার নয়।
এসময় মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের নেতাকর্মী ও সিলেটের সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমূখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available