ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে নগরীর জলাবদ্ধতা নিরসনে শহরের খালগুলোতে অবৈধভাবে গড়ে উঠা দখলকৃত অংশের স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করছে সিটি কর্পোরেশন। ৫ জুলাই বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর নেতৃত্বে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাহায়তায় মাসকান্দা-শান্তিনগরের খাল ও সেহড়া খালের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পারিচালনা করা হয়।
এছাড়াও, অভিযান চালিয়ে মাসকান্দায় অবস্থিত খালের সাথে সংযোগস্থাপনকারী নির্মাণাধীন ড্রেনের জায়গায় নির্মিত বিআরটিসির একটি প্রশিক্ষণ কেন্দ্র ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এ সময় সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান, কাউন্সিলর মো. কামাল খান, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা এবং নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ অভিযান চলমান থাকবে বলে জানান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available