নিজস্ব প্রতিবেদক: গত দুই দিন আগে বিশ্বকাপ শুরু হলেও টাইগারদের শুরুটা হচ্ছে আজ শনিবার সকাল ১১টায়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। এই বিশ্বকাপ ঘিরে রঙিন স্বপ্ন দেশের কোটি ক্রিকেট ভক্তের। স্বপ্ন আছে ক্রিকেটারদেরও। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
৭ অক্টোবর শনিবার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপের আগে মাঠের বাইরে নানা বিতর্ক চললেও ২২ গজের লড়াইয়ে ভালো করার প্রত্যয় টিম বাংলাদেশের। গোহাটিতে বিশ্বকাপের দুই আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার পর ধর্মাশালায় দুই দিনের প্রস্তুতিতে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত সাকিব আল হাসানের দল। প্রধান কোচ হাথুরুসিংহের কথাতেই তা স্পষ্ট। সব বিতর্ক পেছনে রেখে সামনের দিকে তাকিয়ে তার শিষ্যরা।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘সবাই তো বিশ্বকাপ জিততেই চায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা যদি গ্রুপ পর্বে চার-পাঁচটি ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। আমার মনে হয়, সেমিতে ওঠার মতো যথেষ্ট ভালো দল রয়েছে আমাদের। তারা সেটি করতে পারবে।’
বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের চেয়ে অভিজ্ঞতায় অনেকখানি এগিয়ে বাংলাদেশ। সাকিব ও মুশফিকুর রহিম নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন। মাহমুদউল্লাহ খেলবেন নিজের চতুর্থ বিশ্বকাপ। এ ছাড়া তাসকিন ও মোস্তাফিজ নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
দলের অনেকের প্রথম বিশ্বকাপ হলেও, বেশ কয়েকজন ক্রিকেটার কয়েক বছর ধরে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। সব মিলিয়ে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দারুণ সমন্বয় আছে বাংলাদেশ দলে। এমন দল নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করার কথা বাংলাদেশরই। কিন্তু পরিসংখ্যান আর কাগজে-কলমের হিসাব কখনোই মাঠের লড়াইয়ে টেকে না। সেরা ক্রিকেট খেলেই জয়ের পতাকা উড়াতে হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available