ক্রীড়া প্রতিবেদক: দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসের চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্যান্টার-প্যাটেলের স্পিন ঘূর্ণিতে প্রথম সেশনে ১৮ রান তুলতেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। দ্বিতীয় সেশনে ৪০ রানে নেই আরও ৪ উইকেট। শেষ পর্যন্ত একদিন শেষ করার আগেই (৬৬.২ ওভার) লজ্জাজনক প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ, গুটিয়ে গেছে ১৭২ রানে।
বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই জিতলে বা ড্র করতে পারলে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ নিশ্চিত হতো বাংলাদেশ। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ের চরম ব্যর্থতা দেখালো বাংলাদেশের ব্যাটাররা।
ব্যাট করতে নেমে শুরুতে ২৯ রানের আউট হয় জাকির । এরপরের ১৮ রান তুলতে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। বাজেভাবে আউট হয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ০ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন জয়, এরপর দ্রুতই ফিরেছেন মুমিনুল ও মুশফিকুর রহিম। মুমিনুল কট বিহাইন্ড হন। ১৪ বলে ৯ রান করে আউট হন শান্ত।
৪৭ রানে ৪ টপঅর্ডারকে হারিয়ে মুশফিক ও শাহাদাতের ব্যাটিংয়ে কিছুটা এগোয় দল। বিরতিন আগে ৩৩ রান যোগ করেন এই দুই ব্যাটার। বিরতির পর প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলড বল’ আউটের শিকার হয়ে সাজঘরে ফেরত যান এই ডানহাতি ব্যাটার। রপর শাহাদাত ৩১ রান করে ফিলিপসের বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে।
উইকেটরক্ষক নুরুল হাসান ১৬ বলে ৭ রান করে ফিলিপসের বলে ক্যাচ দিয়ে ফেরেন। হেলোয়ারঅর্ডারে ৬ রান করেছেন তাইজুল ইসলাম। ১০ রান করেন শরিফুল ইসলাম। অপরাজিত থেকে ১১ রান নিয়ে মাঠ ছাড়েন নাঈম হাসান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available