স্পোর্টস ডেস্ক : নাটকীয় ম্যাচে ডিএলএস ম্যাথর্ডে ২২ রানে জয় পেলো বাংলাদেশ। ২৭ মার্চ সোমবার সফরকারী আয়ারল্যন্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এ জয় তুলে নেয় টাইগাররা।
চট্টগ্রামের জহরুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।
রনি তালুকদারের ৬৭, লিটন দাসের ৪৭, শামীম হোসেনের ৩০ ও সাকিব আল হাসানের ২০ রানে ভর করে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে স্বাগতিকরা। বাংলাদেশের ইনিংসের ৪ বল বাকি থাকতে বৃষ্টি হানা দেয়। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ডিএলএস ম্যাথর্ডে।
৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান করলেও লক্ষে পৌঁছতে পারেনি সফরকারীরা। তাদের লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়েছিলো ১০৩ রান।
বোলিংয়ে ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।
ম্যাচসেরা হয়েছেন রনি তালুকদার।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available