স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২২ নভেম্বর শুক্রবার ঢাকায় পৌঁছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
এবারের বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ।
আগামী বছর ভারতে বসতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সিরিজের তিনটি ওয়ানডে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য তাদের বাকি ছয় ম্যাচ (আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি) জিততে হবে বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে চায় টাইগ্রেসরা।
বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমাদের কিছু সুবিধা হলো, আমরা ঘরের মাঠ থেকে শুরু করছি। এই মুহূর্তে আমরা ছয় ম্যাচের সবগুলো নিয়ে ভাবছি না। আপাতত আয়ারল্যান্ড সিরিজেই নজর আমাদের। এই তিনটি ম্যাচের সবকটিই জিততে হবে আগে। এটাই আমাদের প্রথম টার্গেট।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে সিরিজের জন্য আমাদের প্রস্তুতি শুরু করেছি। ধারাবাহিকভাবে খেলছে নারীরা। এই সময়ে, উল্লেখযোগ্য উন্নতি করেছি আমরা। নারীরা এখন বেশ উচ্ছ্বসিত।’
সিরিজের তিনটি ওয়ানডে মিরপুরের ভেন্যুতে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিলেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৫, ৭ ও ৯ ডিসেম্বর।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার মাগলা।
স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available