স্পোর্টস ডেস্ক: বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ভারত অল আউট হয় ১৫০ রানে। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন বুমরা। অভিষিক্ত রানা নিয়েছেন ৩ উইকেট। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ১০৪ রান করে অল আউট হয়েছে অজিরা।
নাথান লায়ন যখন আউট হন অস্ট্রেলিয়ার রান তখন ৯ উইকেটে ৭৯। একশ রানের আগে অল আউট হওয়ার শঙ্কা তো ছিলই, সেই সঙ্গে ছিল টেস্টে ভারতের বিপক্ষে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার শঙ্কাও।
তবে জশ হ্যাজলউডকে সঙ্গে নিয়ে অজিদের এ লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন স্টার্ক। সেই সঙ্গে প্রথম ইনিংসে অজিদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটাও খেলেছেন তিনিই।
এর আগে ভারতের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়া সর্বনিম্ন ৮৩ রানে অল আউট হয়েছিল। দ্বিতীয় সর্বনিম্ন ৯১ রানেও অল আউট হয়েছিল একবার।
হ্যাজলউডকে সঙ্গে নিয়ে ১১০ বলে ২৫ রানের জুটি গড়েছিলেন তারকা এই পেসার। স্টার্ক নিজে খেলেছেন ১১২ বলের ইনিংস, করেছেন ২৬ রান। অজিদের হয়ে প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ বলের ইনিংস খেলেছেন মার্নাস লাবুশেন।
তাই, বুমরা-সিরাজ-রানাদের দুর্দান্ত বোলিংকে যে স্টার্ক নিজ দলের স্বীকৃত ব্যাটারদের চেয়েও বেশ ভালোভাবে সামলেছেন সে কথা তো বলাই যায়।
৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে ভারত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available