স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার চলমান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এতে কপাল খুললো দক্ষিণ আফ্রিকার।
৯ মে বুধবার চেমসফোর্ডে টস হেরে ব্যাট করতে নামে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করে তামিম ইকবালের দল।
২৪৭ রানের লক্ষে খেলতে নেমে ১৬ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান করে আইরিশরা। এরপর শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি বন্ধ না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কপাল খুলেছে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ পরিত্যাক্তের সুবাদে তারা পেয়েছে সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ।
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে ৮ম ও সর্বশেষ দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করলো প্রোটিয়ারা। আইসিসি সুপার লিগে ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৯৮ পয়েন্ট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available