স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান।
এই টেস্ট সিরিজে টাইগারদের নেতৃত্ব দিবেন লিটন দাস। চোটে থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে থাকার কারণে অধিনায়কত্বে এই পরিবর্তন আনা হয়েছে বলে বিসিবি সুত্রে জানা গেছে।
এদিকে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও জাকির হাসান।
নতুন ২ মুখ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট আগামী ১৪ জুন রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে। ১০ জুন আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা রয়েছে।
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মাহমুদুল হাসান জয়, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available