খেলা ডেস্ক: চলমান অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টে ৪১২ রান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এ নিয়ে ১৯ বারের মতো টেস্ট সিরিজে ৩০০ রান করার নজির গড়লেন জো রুট। তার এ কির্তীর সুবাদে ভারতের সাবেক গ্রেট শচিন টেন্ডুলকারের নামের পাশে বসছেন জো রুট।
টেস্টে ১৯ বার ৩০০ রানের রেকর্ড আছে এ মাস্টার ব্লাস্টারের। এবার সে তালিকার ঢুকলেন জো রুট। ১৮ বার ৩০০ রানের মাইলফলক ছুয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতের সাবেক গ্রেট রাহুল দ্রাবিড় এবং ওয়েস্টইন্ডিজের ব্রায়ান লারা। তৃতীয় স্থানে আছেন ১৭ বার ৩০০ করা অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ইংল্যান্ডের অ্যালিস্টার কুক।
ওভালে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের ২ ইনিংসে ৫ ও ৯১ রান করেন রুট। সিরিজে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।
ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে। ২০২৪ এর জানুয়ারিতে ভারত সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। ঐ সিরিজে অন্তত ৩০০ রান করলে টেন্ডুলকারকে টপকে এককভাবে রেকর্ড গড়বেন রুট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available