ক্রীড়া প্রিতিনিধি: ফুটবল খেলায় লাল কার্ডের প্রচলন থাকলেও ক্রিকেট মাঠে লাল কার্ড! কিন্তু এমনটাই এবার দেখা গেলো ক্রিকেট মাঠে। লাল কার্ড দেখে ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মাঠে ছাড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচেই এমন লাল কার্ড দেখেন তিনি।
চলতি বছরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শাস্তি হিসাবে লাল কার্ড দেখানোর নিয়ম চালু করেছে দেশটি। স্লো ওভার রেটের চূড়ান্ত শাস্তি হিসেবে লাল কার্ডের প্রচলন করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। সবশেষে টুর্নামেন্টের ১২ নম্বর ম্যাচে আম্পায়ারদের লাল কার্ড ব্যবহার করতে হলো নারিনের বিরুদ্ধে।
সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড পাওয়া খেলোয়াড় হিসেবে রেকর্ড বুকে স্থান করে নিলেন নারিন। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নয়, ক্রিকেটের ইতিহাসেই প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন এই তারকা অলরাউন্ডার।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষের ম্যাচে ত্রিনাবাগো নাইট রাইডার্স নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি। ফলে স্লো ওভার-রেটের অভিযোগে তাদের ১জন ক্রিকেটারকে লাল-কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের হয়ে যেতে বলেন আম্পায়ার। কে যাবে, সেটা দলের ক্যাপ্টেনকে ঠিক করতে হয়। পোলার্ড নারিনকে মাঠের বাইরে যেতে বলেন।
নারিনের লাল কার্ড অবশ্য নাইট রাইডার্সের জয়ের পথে কোনো বাধা হতে পারেনি বরং ম্যাচ জিতেই মাঠ ছেড়েছেন তারা। প্রথমে ব্যাট করে সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তোলে। জবাবে নাইট রাইডার্স ১৭.১ ওভারে ৪ উইকেটে হারিয়েই ১৮০ রান তুলে জয় লাভ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available