ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ নিয়ে সর্বোচ্চ ৮ বারের মতো শিরোপা জিতলো ভারত। ম্যাচে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়, ফলে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫১ রান। ছোট লক্ষ তাড়া করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে ৬.১ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় পায় ভারত। গিল ১৯ বলে ৬ চারে ২৭ এবং রোহিত ১৮ বলে ৩ চারে ২৩ রানে অপরাজিত থাকেন।
এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারতের লক্ষ্য দাড়ায় ৫১ রান। বল হাতে মোহাম্মদ সিরাজ একাই নেন ৬ উইকেট। ৭ ওভারে ১ মেডেনসহ তিনি রান দেন মাত্র ২১ রান। ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং ১ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। শ্রীলঙ্কার ইনিংসটির স্থায়ীত্ব ছিল মাত্র ৪০ মিনিট।
ম্যাচের শুরুতে ৮ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ১২ রানে ৫ উইকেট। ৭ ওভারে ২১ রানে হারায় ৬ উইকেট। সেখান থেকে কুশাল মেন্ডিস, দুশান হেমন্ত ও দুনিথ ওয়েলালাগের ব্যাটে ৫০ রান করে শ্রীলঙ্কা। মেন্ডিস ৩৪ বলে ৩ চারে করেন ইনিংশ সর্বোচ্চ ১৭ রান। হেমন্ত ১৫ বলে ১ চারে অপরাজিত থাকেন ১৩ রানে। আর ওয়েলালাগে করেন মাত্র ৮ রান। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ৪, পাথুম নিসাঙ্কা ২ ও প্রমোদ মদুশান ১ রান করেন। বাকিরা সবাই শুন্য রানে আউট হয়েছেন।
এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার একাদশে এসেছে একটি পরিবর্তন। ইনজুরির কারণে মহেশ থিকশানা বাদ পড়ায় তার জায়গায় দলে খেলেন দুশান হেমন্ত।
ভারত একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্থ, প্রমোদ মাধুশান ও মাথিশা পাথিরানা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available