• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:১৪:৪৭ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:১৪:৪৭ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি

২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২

জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ২৭ জানুয়ারি সোমবার সকালে তিনি আদালতে হাজির হন।

রোববার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামির আইনজীবী জানান, অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হয়েছে। সেটি আমলে নেননি আদালত।

গত বছরের ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই। একই বছরের ১৮ এপ্রিল আদালত পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন।

গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমনি। এর আগে ২০২২ সালের ৬ জুলাই, আদালতে মামলা করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ