সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকার অস্থায়ী ৪৯ দোকান গুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। দোকানদারদের বার-বার নোটিশ দেয়া সত্ত্বেও তারা দোকানপাট সরিয়ে না নেয়ায় এ ব্যবস্থা নেয়া হয়। ৪ অক্টোবর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় এসব দোকানপাট উচ্ছেদ করে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, দোকানগুলো ছিল কী পয়েন্ট ইন্সটলেন্স (কেপিআই) এলাকার মধ্যে। ইতোপূর্বে বিমানবন্দর নিরাপত্তা ও সম্প্রসারণের স্বার্থে এসব দোকান সরিয়ে নিতে বহুবার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু কোনো কিছু আমলে নেননি দোকানের মালিকরা। এ অবস্থায় কর্তৃপক্ষের নির্দেশে বেবিচক দোকানগুলো উচ্ছেদ করে। এ উচ্ছেদ কাজে সহযোগিতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও সিভিল অ্যাভিয়েশন কর্মীরা।
তিনি আরও জানান, উচ্ছেদ করা জায়গায় বিমানবন্দরের বড় স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা আছে।
বিমানবন্দর এলাকার ব্যবসায়ী বলেন, আমরা ওই দোকানগুলোর ওপর নির্ভরশীল ছিলাম। উচ্ছেদ বন্ধের জন্য মামলাও করেছি, যা আদালতে চলমান আছে। এরমধ্যে আমরা ৪৮ ঘণ্টা সময় চেয়েছিলাম দোকানের মালামাল সরিয়ে নিতে। কিন্তু কর্তৃপক্ষ আমাদের সেই সময় দেয়নি। এ পরিস্থিতিতে বৃষ্টির মধ্যে চরম বেকায়দায় পড়ি। মালামালসহ আমাদের সব দোকান গুড়িয়ে দেয়া হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান বলেন, বেবিচকের নির্দেশে ওইসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available