জাবি প্রতিনিধি: বিশ্বসেরা টু পার্সেন্ট বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান লাভ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)’র ৬ শিক্ষক এবং ১ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
৫ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় উপাচার্যের বরাতে বলা হয় , বিশ্বসেরা টু পার্সেন্ট বিজ্ঞান গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক এবং ১ শিক্ষার্থী স্থান লাভ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সম্মান বৃদ্ধি পেয়েছে। উপাচার্য দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এ স্বীকৃতি অর্জনে শিক্ষক ও গবেষকগণ অনুপ্রাণিত হবেন। তিনি উল্লিখিত শিক্ষক ও শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
এতে আরও বলা হয়, আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক গবেষণা জার্নাল এলসেভিয়ারের প্রকাশনার উপর ভিত্তি করে বিশ্বসেরা টু পার্সেন্ট গবেষকের তালিকা করা হয়। এ বছরের তালিকায় স্থান পাওয়া জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. এ. মামুন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম খলিল, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম শামীম কায়সার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাঈদ আল-জামান এবং পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এ মামুন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available