পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের রসায়ন সমিতির চতুর্থ কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বুধবার রসায়ন সমিতি নির্বাচন-২০২৩ উপলক্ষে দুপুর তিনটায় ক্যাফেটেরিয়ার ৪র্থ তলায় রসায়ন বিভাগের ক্লাসরুমে চতুর্থ কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রসায়ন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদকে সভাপতি, বিভাগের প্রভাষক মো. কাওসার হোসেনকে কোষাধ্যক্ষ এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইশারাত হোসেনকে সহ-সভাপতি ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. শরীয়তউল্লাহকে সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সেশনের আরো ২১ জন শিক্ষার্থীকে মনোনীত করে রসায়ন সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সমিতির সহ-সভাপতি ইশারত বলেন, আমাকে রসায়ন সমিতির ভিপি নির্বাচিত করায় আমি রসায়ন পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রসায়ন পরিবার সবসময় নতুন কিছু উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়কে। সেই ধারা অব্যাহত রাখার প্রচেষ্টায় শিক্ষকবৃন্দ শিক্ষার্থী কর্মকর্তাগণ সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
রসায়ন সমিতির সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ জানান, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমি খুবই খুশি। কৃতজ্ঞতা জানাই আমার সকল শিক্ষকদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের রসায়ন সমিতির সুযোগ্য সভাপতি শ্রদ্ধেয় ফারুক আহমেদ স্যারকে। যিনি এ বিভাগকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ফলাফল ঘোষণা শেষে রসায়ন সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পালের সভাপতিত্বে রসায়ন সমিতি নির্বাচন-২০১৮ এর মাধ্যমে থেকে শুরু হয়েছে রসায়ন সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির কার্যক্রম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available