• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরাইলে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড একটি গ্রাম

৭ অক্টোবর ২০২৩ সকাল ০৮:০১:৫২

সরাইলে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড একটি গ্রাম

ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক মিনিটের টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে একটি গ্রাম। মুহূর্তে উড়িয়ে নিয়ে গেছে ১৫-২০টি বসতঘর। ভেঙেছে ডানকান নামক একটি কোম্পানির প্রতিরক্ষা দেয়াল। খোলা আকাশের নিচে এখন মানবেতর জীবনযাপন করছেন ১৬টি পরিবার। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেরাতলী গ্রামে ঘটনাটি ঘটে।

৬ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের শ্যামপুর ও আনন্দপুর গ্রামে পাশে তিতাস নদীতে টর্নেডোর সৃষ্টি হয়। মুহূর্তে সেটি তিতাস নদীর তীরবর্তী সরাইল উপজেলার শাহবাজপুরে আঘাত হানে। এতে অন্তত ১৫ থেকে ২০টি বাড়িঘরের টিনের চালা উড়ে যায়।

শ্যামপুরের আনন্দপুর গ্রামের ৬৫ বছরের বৃদ্ধা ফুলরাজ বেগম বলেন, ‘বিহাল বেলা দেহি আকাশটা আইনধাইর কয়রা গাঙ্গের মাইজে জলহস্তি উটছে, মনে হয়ছিল আমরার বাড়ি-ঘর সব উড়াইয়া লইয়া যাইব। ডরে হগলে মিল্লা দা-কাচি লইয়া দুহাই আল্লা-রাসুল, দুহাই আল্লা-রাসুলের নামে চিল্লা-চিল্লি করণে জলহস্তিডা পুবেদা গেছেগা।’

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল জানান, বিকেলে হঠাৎ করে তিতাস নদীতে একটি টর্নেডোর সৃষ্টি হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কয়েকটি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পরিবার। এতে খোলা আকাশের নিচে অবস্থান করছেন বাসিন্দারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রায় এক মিনিট স্থায়ী এ টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা করা হবে বলে জানান সরইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরওয়ার উদ্দিন ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫