তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করছেন পঞ্চগড় জেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম।
৬ অক্টোবর শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যেন শারদীয় দুর্গাপূজা উৎযাপন করতে পারি এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। কেউ যেন কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা করতে না পারে এজন্য আপনারা সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে এবার যাতে কোনো বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে আনসার, গ্রাম পুলিশ রাখা হবে। চিকিৎসক দল, ডুবুরি দল, লাইফ জ্যাকেটও রাখা হবে। পর্যাপ্ত নৌকা রাখা হবে সেখানে।
পঞ্চগড়ের পুলিশ সুপার এম এম সিরাজুল হুদা বলেন, জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভায় এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ৩০২টি পূজা মন্ডপে। ৩শ ২টি পূজা মন্ডপকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ধাপের মধ্যে হল অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, সাধারণ পূজা মন্ডপ। তিন ভাগে এসব পূজা মন্ডপকে নিরাপত্তা দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available