• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরকারের উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরতে টিপু মুনশির আহ্বান

৭ অক্টোবর ২০২৩ রাত ০৮:৫৬:১৯

সরকারের উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরতে টিপু মুনশির আহ্বান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: সরকারের উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। ৭ অক্টোবর শনিবার  পীরগাছা উপজেলা অডিটরিয়াম হল রুমে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

টিপু মুন্সী বলেন, বর্তমান সরকারের সময়ে পীরগাছা-কাউনিয়ার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। গত ১৪ বছরে সরকার যে সব উন্নয়নের কাজ করেছে, তা জনগনেণের মাঝে তুলে ধরতে হবে।

তিনি বলেন, গত ১৪ বছর আগে পীরগাছার কি অবস্থা ছিল? আর এখন কি হয়েছে? আমরা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের সুবিধা দিয়েছি। রাস্তাঘাট পাকা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন করা হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে জনগণকে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। আপনাদের প্রধানমন্ত্রীর এইসব উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরে আগামী নির্বাচনের জন্য আবারও নৌকা মার্কাকে বিজয় করতে কাজ করতে হবে।

পীরগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে কমিটি নিয়ে যে সমস্যা রয়েছে, তা এক সপ্তাহের মধ্যে সমাধান করার কথা বলেন তিনি।  

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, যুবলীগের আহবায়ক পীরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম, জাহাঙ্গীর আলম জালাল, ফিরোজ সরকার, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান অভিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০