রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গ্রামবাসী একটি ড্রেজার আটক করে। পরে ড্রেজারের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
৭ অক্টোবর শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর রায় প্রদান করেন।
জানা যায়, উপজেলা চানপুর ইউনিয়নের ইজারাদারদের লোকজন পার্শ্ববর্তী নবীনগর সীমানার কেদারখোলা বালু মহলে বালু উত্তোলন করার কথা থাকলেও তারা গত বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুরার সীমানার চাঁনপুর গ্রামের বালুচরের ফসলী জমিতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছিলেন। এ সময় টের পেয়ে গ্রামবাসী একত্রিত হয়ে ড্রেজারটি আটক করেন। পরে প্রশাসনকে খবর দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমান করা হয় ড্রেজার মালিককে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available