• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে টিলা ধসে শিশুর মৃত্যু

৮ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৪৬:১৬

সিলেটে টিলা ধসে শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটে সদরে ভারী বর্ষণের কারণে চা বাগানের টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় বাড়ির ওপর টিলার মাটি ধসে পড়লে শিশুটি চাপা পড়ে।

নিহত অর্চনা সিলেট সদর উপজেলার খাদিমনগর খাদিম চা বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।

খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান বলেন, গত দুই দিনের টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে টিলার পাদদেশে থাকা বুলবুল ছত্রীর ঘরের ওপর ধসে পড়ে। স্থানীয়রা মাটি খুড়ে চাপা পড়া অবস্থা থেকে বুলবুল ছত্রী, তার স্ত্রী এবং চার বছরের এক শিশুকে উদ্ধার করেন। এ সময় মাটির নিচে নিখোঁজ ছিল শিশু অর্চনা। প্রায় দুই ঘণ্টা পর মাটিচাপা পড়ে মৃত অবস্থায় অর্চনাকে উদ্ধার করা হয়।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, সিলেটে দুই দিন ধরে ভারী বর্ষণের কারণে টিলার পাদদেশে বসবাসকারীদের সতর্ক করে একাধিকবার মাইকিং করা হয়েছে। শনিবার ভোরে টিলার মাটি ধসে অর্চনা নামের শিশুটি মারা যায়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মৃত শিশুর বাড়িতে যাই। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫