মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শাহীন প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী রনজয় মন্ডল রুশু (৭) হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনরা। ৮ অক্টোবর রোববার সকালে শহরের গঙ্গাধরপট্টি এলাকায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নিহত রুশুর পিতা ডা. রনজন কুমার মন্ডল, দাদা ডা. রনজিত কুমার মন্ডল, দাদী শিলা রানী সরকার, শাহীন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ হাসমত আলী হাসান
প্রমুখ।
নিহত রুশুর বাবা বলেন, পরকীয়ার কারনেই আমার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার সন্তান তো কোন অপরাধ করেনি। তাহলে কেন ওকে হত্যা করা হলো? আমি এ হত্যার সুষ্ঠ বিচার দাবি করছি।
তিনি আরোও বলেন প্রায় ৮ বছর আগে মিতা সরকারের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। ১ বছর পর পুত্রসন্তান রুশুর জন্ম হয়। বনিবনা না হওয়ার কারনে আমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। পরে মিতা সন্তানসহ ভাড়া বাসায় আলাদাভাবে বসবাস করে আসছিলো। এসময় ডা. অর্ঘ সরকার নামের একজনের সাথে মিতার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো।
প্রেমিক অর্ঘর পরিবার শিশু রুশুকে মেনে না নেয়ায় পরিকল্পিতভাবে ৩০ সেপ্টেম্বর তাকে হত্যা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available