খুলনা প্রাতনিধি: খুলনার দৌলতপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আল-আমিনকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব। ৮ অক্টোবর রোববার তথ্য প্রযুক্তির সহায়তায় বাগেরহাটের চিতলমারী থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে আল-আমিন বরিশাল, ঢাকা, সাভারসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র্যাব-৬ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম. নাজিউর রহমান বলেন, ১৩ সেপ্টেম্বর রাতে গৃহবধুর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আসামি আল-আমিন এবং আরও ১০-১২ জন মিলে ঐ বাড়িতে আসে এবং গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
জানা যায়, একই এলাকায় ভাড়া থাকায় আল-আমিন আগে থেকেই ঐ গৃহবধূকে বেশ কয়েকবার কুপ্রস্তাব দিয়েছে। কিন্তু তাতে সাড়া না দেয়ায় গণধর্ষণ করে অভিযুক্তরা। ধর্ষণের পর আসামিরা তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। পরে ধর্ষণের শিকার ঐ গৃহবধূ স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা শেষে দৌলতপুর থানায় আসামিদের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করেন।
এ ঘটনায় এজাহারভুক্ত ১ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণে যুক্ত থাকার কথা স্বীকার করেছে আসামিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available