রংপুর ব্যুরো: আবাসিক শিক্ষার্থীদের বিদ্যুৎ বিল নিয়ে রংপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের দুইগ্রুপে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় চ্যানেল২৪ এর ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার বেলা ২টার দিকে পলিটেকনিকের আবাসিকের শিক্ষার্থীরা বিদ্যুতের বিল সরকারিভাবে দেয়ার দাবিতে অধ্যক্ষের সাথে বৈঠক করে। একঘণ্টা বৈঠকের পর প্রতিনিধিদল প্রশাসনিক ভবনের নিচে নেমে এসে অপেক্ষমান শিক্ষার্থীদের বৈঠকের তথ্য জানান। এসময় চতুর্থ সেমিস্টারের অনাবাসিক ছাত্র ও ছাত্রলীগ কর্মী নাভিদ সেখানে গিয়ে সিনিয়রদের সালাম না দিয়ে তুমি সম্বোধন করলে তার সাথে হট্টগোল বাঁধে।
শিক্ষার্থীরা জানান, এসময় নাভিদ তার ব্যাগে থাকা চাপাতি বের করে ঘোরাতে থাকলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। তবে নাভিদের দাবি তাকেই চাপাতি দিয়ে ঢিল ছোড়া হয়েছে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই গ্রুপকেই অধ্যক্ষের রুমে নিয়ে সমঝোতা বৈঠক করে। বৈঠক থেকে বের হয়ে পুলিশী পাহারায় নাভিদকে ক্যাম্পাস থেকে বের করার সময় প্রশাসনিক ভবনের সামনে নাভিদকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে শিক্ষার্থীরা। এসময় ২ পুলিশ, সাংবাদিকসহ ৫ জন আহত হন। ভাঙচুর করা হয় চ্যানেল ২৪ এর ক্যামেরা। সাবই দৌড়ে প্রশাসনিক ভবনে গেলে সেখানে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রায় ১২ জন পুলিশ সদস্য, শিক্ষক ও সাংবাদিকদের আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অধ্যক্ষের দাবি, গত ৫ জুলাই সরকারি পরিপত্র অনুযায়ী আবাসিক বিদ্যুতের বিল শিক্ষার্থীদের দেয়ার নিয়ম করায় ওই বিল দেয়ার আর সুযোগ নেই। বিষয়টি নিয়ে কথা বলে যাওয়ার পর শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটির সুপারিশের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) উৎপল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available