• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ফিচার

নওগাঁয় আগাম শিমে অধিক লাভের আশা চাষিদের

৯ অক্টোবর ২০২৩ দুপুর ১২:১৯:০৭

নওগাঁয় আগাম শিমে অধিক লাভের আশা চাষিদের

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আগাম জাতের শিম চাষ করে অধিক লাভের আশা করছেন জেলার শিম চাষিরা। কৃষিপ্রধান এই জেলায় চলতি বছর বিপুল পরিমাণ জমিতে চাষ করা হয়েছে আগাম জাতের শিম। আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও ভালো হবে বলে আশা করছেন চাষিরা। সব কিছু ঠিক থাকলে শীত মৌসুম শুরুর আগেই বাজারে আসতে শুরু করবে এই শিম। আর সে সময় বাজারে শিমের চাহিদা বেশি থাকায় ভালো দামও পাওয়া যাবে।

জেলা কৃষিসম্প্রসারণ আধিদপ্তরের তথ্য মতে, জেলায় এবছর ৮০ হেক্টর জমিতে আগাম জাতের শিম চাষ করা হয়েছে। জেলার ১১টি উপজেলার মধ্যে নওগাঁ সদর, মহাদেবপুর, বদলগাছী ও মান্দায় আগাম জাতের শিম বেশি চাষ হয়েছে।

জেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গিয়েছে, যত দূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। এরই মধ্য আবার শিম গাছগুলোতে আসতে শুরুর করেছে বেগুনী রঙের ফুল। চোখ ধাঁধানো এমন দৃশ্য এখন জেলার শিমখেতগুলোতে।

সদর উপজেলার চুয়ারপুর এলাকার শিম চাষি আব্দুল মজিদ খেতে পরিচর্যার কাজ করছিলেন। তিনি বলেন, এ বছর প্রায় দেড় বিঘা জমিতে আগাম জাতের শিম চাষ করেছি। সার ও কীটনাশকের দাম অনেক বেশি। সব মিলিয়ে বিঘা প্রতি জমিতে খরচ হবে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার মতো। আবহাওয়া যদি ভালো থাকে, ফলন বিপর্যয় না হয় তাহলে এই মৌসুমে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবো বলে আশা করছি।

একই উপজেলার বর্ষাইল গ্রামের শিম চাষি আবুল কালাম বলেন, আগাম জাতের শিম চাষ লাভ জনক একটি ফসল। আমি সারা দিন শিমখেতের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকি। শুধু আমি নয় আমার ছেলে এবং কখনো কখনো আমার ছেলের মাও আসে আমাকে সাহায্য করার জন্য।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আগাম জাতের শিম চাষে অধিক লাভ জনক হওয়ায় এই শিম চাষে কৃষকদের আগ্রহ অনেক বাড়ছে। তাছাড়া ভালো ফলন পেতে শিম চাষিদের কী ধরনের সমস্যা হচ্ছে তা সমাধান করতে মাঠ পর্যায়ে শিম চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। আগাম শিমের বাজার দর ভালো হওয়ায় কৃষক অধিক লাভোবান হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫