• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সোনারগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা

৯ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:০৪:৫১

সোনারগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এলসন গ্রুপে অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় বিপুল পরিমান ভেজাল শিশুখাদ্য ধ্বংস করা হয়। ৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশের একটি সহায়ক দলসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন এ কোম্পানীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের শিশুখাদ্য- যেমন লিচু, কেক, জুস, চকলেট এবং ক্যান্ডি উৎপাদন হয়ে আসছিলো। এছাড়া কিছু উৎপাদিত পণ্য পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ অবস্থায়।

এসব কারণে এলসন গ্রুপকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। তাছাড়া ১ মাসের মধ্যে এ কোম্পানীর উৎপাদন পরিবেশের মানোন্নয়ন করা না হলে আগামীতে তাদের আরও বড় ধরণের শাস্তি প্রদান করা হবে।

ভবিষ্যতেও এরকম অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫