কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে জুয়ার আসর থেকে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়কসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামের ছাত্রলীগ নেতার পুকুর পাড়ে একটি টিনের ঘরে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
গ্রেফতাররা হলেন, উপজলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আতিকুর রহমান (৩২), একই ইউনিয়নের মাত্রাই গ্রামের হেলাল উদ্দিন (২৮), মাসুদ রানা (২৫), রিফাত হোসেন (১৮), শওকত হাবীব (৩০), আতিকুর রহমান আতিক (৩০), বায়জিদ (২০) এবং মদনাহার গ্রামের সবুজ সরকার।
ওসি ওয়াসিম আল বারী জানান, আতিকুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় যুবকদের নিয়ে জুয়ার আসর চালিয়ে আসছিলেন। ফলে স্থানীয়রা তাদের ছেলে মেয়েদের নিয়ে আতঙ্কে ছিলেন। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামের ঐ নেতার পুকুর পাড়ে একটি টিনের ঘরে জুয়ার আসর বসেছে এমন খবরে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় জুয়ার আসর থেকে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আতিকুর রহমানসহ মোট ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়, জব্দ করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও দেড় হাজার টাকা ।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available