• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগাতিপাড়ায় স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

৯ অক্টোবর ২০২৩ রাত ০৮:৪৮:০৪

বাগাতিপাড়ায় স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় দিদারুল ইসলাম মাহফুজ (১৭) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। ৯ অক্টোবর সোমবার সকালে উপজেলার তকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক হাসানুজ্জামান রতন, শিক্ষক মুঞ্জুর মুক্তাদির, জিয়ারুল ইসলাম, শিক্ষার্থী আতিক হাসান সুমন, সিনদীদ আহসান শ্রাবণ, সাব্বির হাসান, সামিরা আক্তার মুক্ত, নাইচ আক্রান্ত শিখা প্রমুখ।

এর আগে, গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৭ টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামের গির্জার পূর্ব পাশের একটি আমবাগান থেকে মাহফুজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঐ রাতেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

এসময় বক্তারা বলেন, অতি দরিদ্র পরিবারের মাহফুজ অত্যন্ত বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি পরিবারকে সাহায্য করার জন্য সে ভাড়ায় অটোরিক্সা চালাতো। ঘটনার দিন দুর্বৃত্তরা অটোরিক্সাটি ছিনতাই করে তাকে নৃশংসভাবে হত্যা করে। মানববন্ধনে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সন্ধ্যায় মাহফুজ ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরে আসেনি। পরদিন উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গির্জার পাশে মাথা ও মুখমণ্ডলে ক্ষতসহ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রেমঘটিত বিরোধের জেরে মাহফুজকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে জানায় পুলিশ। একইদিন হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ইজিবাইকটি উদ্ধার করা হয়। এসময় ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা এখন জেল হাজতে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫