কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ৯ অক্টোবর সোমবার দিবাগত রাত তিনটায় উপজেলার মশুয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে শফিক মিয়ার পরিত্যক্ত মুরগির ফার্ম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, বৈরাগীরচর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মসুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আশরাফুল আলম (৪৫), চরআলগী গ্রামের মৃত একবর আলীর ছেলে তোতা মিয়া (৪০) ও রামদী গ্রামের মৃত মুসলিমের ছেলে মো. কালাম (৩৫)
জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার এসআই জহুরুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মশুয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে শফিক মিয়ার পরিতেক্ত মুরগির ফার্মে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন : ধানের বীজতলার জন্য বিখ্যাত কিশোরগঞ্জের চারিয়া গ্রাম
এ ঘটনায় কটিয়াদী মডেল থনায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকে বিষয়টি নিশ্চিত করে কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন বলেন, আমার থানা এলাকায় কোন জুয়া, মাদক থাকবে না। এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available