• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ার অর্জনগুলো দাঙ্গা-মারামারির কারণে ম্লান হয়ে যায়: জেলা প্রশাসক

১০ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৫১:০৮

ব্রাহ্মণবাড়িয়ার অর্জনগুলো দাঙ্গা-মারামারির কারণে ম্লান হয়ে যায়: জেলা প্রশাসক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার অনেক অর্জন। ব্রাহ্মণবাড়িয়ার এ অর্জনগুলো দাঙ্গা ও গোষ্ঠীগত মারামারির কারণে ম্লান হয়ে যায় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক শাহগীর আলম।

১০ অক্টোবর মঙ্গলবার আখাউড়া উপজেলা মডেল মসজিদের সামনে বাংলাদেশ স্কাউটস আখাউড়া উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় দাঙ্গা বিরোধী ক্যাম্পেইনে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, আইনমন্ত্রী আনিসুল হক কসবা-আখাউড়ায় সংসদ সদস্য হওয়ার পর থেকে দাঙ্গা বন্ধ হয়েছে। আবার যদি আপনারা এই দাঙ্গা হাঙ্গামা করেন, তাহলে আইনমন্ত্রীর অর্জনগুলো ম্লান হবে। তিনি শুধু আখাউড়া-কসবার নয়, তিনি জাতীয় পর্যায়ের একজন ব্যক্তিত্ব; তার অর্জনগুলো যেনো ম্লান না হয়।

পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সম্পর্কে তিনি বলেন, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকে দাঙ্গায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় অস্ত্র উদ্ধার চলমান রাখার আহব্বান জানান জেলা প্রশাসক।

এ সময় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ শাহ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২