রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল চালু হলে এই জেলার মানুষের ব্যাপক উন্নয়নের নতুন সম্ভবনা সৃষ্টি হলো। মাত্র দুই থেকে আড়াই ঘন্টা সময়ের মধ্যে নিরাপদে একজন মানুষ রাজবাড়ী থেকে ঢাকা পৌঁছাতে পারবে।
ঢাকার সাথে রাজবাড়ী জেলার পণ্য পরিবহণে বিশাল দুয়ার উম্মুক্ত হবে। সেবা মিলবে রোগীদের। কারণ বিগত সময়ে একজন মানুষ রাজবাড়ী থেকে ঢাকা পৌঁছাতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট হয়ে সর্বনিম্ন ৪ থেকে ও সর্বোচ্চ ৭ ঘন্টা পর্যন্ত সময় লাগতো। আর এই সুযোগে বিনা কারণে অতিরিক্ত দুই/তিন গুন ভারা গুনতে প্রতিটি যাত্রী বা মানুষকে।
বিশেষ করে শীতকালে ঘনকুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ১২ থেকে ১৫ ঘন্টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকতো। এছাড়াও চাঁদাবাজ খপ্পরে পড়ে নিজেরদের শেষ সম্বলটুকু হারাতো অনেক মানুষ। মাঝে মধ্যে পদ্মা নদীতে থেকে উদ্ধার হতো অজ্ঞাত ব্যক্তির মরদেহ। এবার পদ্মা সেতু দিয়ে রাজবাড়ী সাথে ঢাকার ট্রেন চলাচলা চালু হলে মিলবে সমস্ত প্রকার ভোগান্তি থেকে চিরমুক্তি।
এবিষয়ে যাত্রী ও এলাকাবাসীরা বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ীবাসীর জন্য আশীর্বাদ সরুপ ট্রেন চলাচলা চালু করে দিতে যাচ্ছেন, যা স্বাধীনতার ৫২ বছরেও রাজবাড়ীবাসীর জন্য কোন সরকার বাস্তবায়ন করা তো দুরের কথা কেউ স্বপ্নও দেখানি। আমরা খুবই আনন্দিত।
রাজবাড়ী জেলার স্টেশন মাস্টার তন্ময় দত্ত জানালেন, রাজবাড়ী থেকে ঢাকার সাথে ট্রেন চলাচলা শুরু হলে রাজবাড়ীবাসীর জন্য অনেক সুফল বয়ে আনবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available