মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ভবেরপাড়া বাজারের মুদি দোকান, সার-কীটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৯ অক্টোবর সোমবার এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে ভবেরপাড়া মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ দুধ, চকলেট ও অন্যান্য পণ্য বিক্রয়, লাইসেন্স বহির্ভূতভাবে গ্যাস বিক্রয় ও ভাউচার না রাখাসহ মেয়াদ-মূল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক উজ্জ্বল খাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পণ্যগুলো জব্ধ করা হয়।
এসময় জব্দ করা মেয়াদ উত্তীর্ণ পণ্য জনসম্মুখে নষ্ট করা হয় এবং সবাইকে ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম ও মুজিবনগর থানা পুলিশের একটি টিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available