• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

উত্তরার সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

১১ অক্টোবর ২০২৩ সকাল ০৭:৩৩:১৮

উত্তরার সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার ৭ নস্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

১০ অক্টোবর মঙ্গলবার দিনগত রাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত মো. আনিসুর রহমান। তিনি বলেন, ভোর ৪টা ৪০ মিনিটে সাইদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

অপরদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু পুরোপুরি নির্বাপনে কিছুটা সময় লাগবে। প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে গিয়ে একজন ফায়ার ফাইটার কিছুটা আহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার দিনগত রাত ১টা ১৮ মিনিটে সাইদ গ্র্যান্ড সেন্টারে আগুন লাগার খরব পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ফায়ারের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে আরও ২৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। মোট ২৪টি ইউনিটের তিন ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, গ্র্যান্ড সাইদ সেন্টারের নিরাপত্তায় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম।

ডিসি মোর্শেদ আলম বলেন, উত্তরার গ্র্যান্ড সাইদ সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫